সরিষার তেল ক্রয়ের সময় আগেই দাম জিজ্ঞেস না করে বিক্রেতাকে কয়েকটি প্রশ্ন করুন-
১) কোন ধরণের সরিষা দিয়ে তেল ভাঙ্গানো হয়েছে?
ক. সম্পূর্ণ দেশি সরিষা খ. সম্পূর্ণ বিদেশি সরিষা গ. দেশি এবং বিদেশি মিক্স সরিষা
২) কোন পদ্ধতিতে তেল উৎপাদন করা হয়েছে?
ক. স্পেলার মেশিনে? (লোহার তৈরি) খ. ঘানিতে (কাঠের তৈরি) গ. স্পেলার এবং ঘানি মিক্স
৩) তেল ভাঙ্গানোর পরে ফিল্টার করা হয়েছে কিনা? ক. হ্যাঁ খ. না
৪) যে বোতলে তেল দেয়া হবে সেটা ফুড গ্রেড কিনা?
ক. হ্যাঁ খ. না
উপরোক্ত ৪প্রশ্নের উত্তর পছন্দ হলে তবেই ৫ম নম্বরে দামের কথা জিজ্ঞেস করুন । হ্যাপি অনলাইন শপিং ?